রণবীরের সঙ্গে বিচ্ছেদ পাকা? হাতে নেই বিয়ের আংটি! মাকে নিয়ে উধাও দীপিকা পাড়ুকোন
মা উজ্জ্বলা পাড়ুকোনের সঙ্গে মুম্বই বিমানবন্দরে দীপিকা পাড়ুকোন। পরনে কালো ফুল হাতা টপের উপর সাদা কালো ডোরাকাটা সোয়েটার, আর ডেনিম। গাড়ি থেকে নেমে মায়ের সঙ্গে বিমানবন্দরেের ভিতরে ঢুকে গেলেন। পাপারাৎজিদের ক্যামেরার দিকে তাকিয়ে শেষে এক বার হেসেও দিলেন রণবীর সিংয়ের স্ত্রী।
কিন্তু কোথায় যাচ্ছেন দীপিকা? বেঙ্গালুরুতে বাপের বাড়িতে? সে কথা স্পষ্ট নয়। তবে কয়েক দিন আগেই হাসপাতাল থেকে ঘুরে এলেন দীপিকা। তাঁর শরীরের পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় ভক্তকূল। তবু কোনও সঠিক কারণ জানা যাচ্ছে না। গত জুন মাসে আরও এক বার হায়দরাবাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। সে সময় দক্ষিণী তারকা প্রভাস এবং অমিতাভ বচ্চনের সঙ্গে নাগ অশ্বিন রেড্ডি পরিচালিত 'প্রজেক্ট কে'-র শ্যুটিং করছিলেন তিনি। হঠাৎ অসুস্থ বোধ করায় সেট থেকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় দীপিকাকে।
তার উপর সম্প্রতি শোরগোল পড়েছে নতুন এক গুঞ্জন নিয়ে। শোনা যাচ্ছে, রণবীরের সঙ্গে নাকি তাঁর সম্পর্কে ছেদ পড়েছে। স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক এবং আন্তর্জাতিক সেন্সর বোর্ডের সদস্য উমেইর সন্ধু ট্যুইট করেন, 'দীপিকা এবং রণবীরের মধ্যে কিছু একটা সমস্যা চলছে।' ব্যস, চারদিকে আগুনের মতো ছড়িয়ে পড়ে এই ট্যুইট। নানা মুনির নানা মত নজরে আসে। কেউ বিশ্বাস করেন, কেউ আবার ট্যুইটের নিন্দা শুরু করেন।
Comments
Post a Comment