ইউক্রেনে বেসামরিক গাড়িবহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৩: গভর্নর

 

ইউক্রেনে বেসামরিক গাড়িবহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৩: গভর্নর


focus bangla bdtv

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহর জাপোরিঝঝিয়ার আঞ্চলিক গভর্নর বলেছেন, অঞ্চলটির উপকণ্ঠের একটি এলাকায় বেসামরিক গাড়িবহরে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলায় কমপক্ষে ২৩ জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন। খবর রয়টার্সের।
রয়টার্স বলছে, তাদের প্রতিনিধি ওরেখোবো এলাকার গাড়ির বাজারে মাটিতে ও গাড়িতে লাশ পড়ে থাকতে দেখেছেন। দুই সারিতে রাখা গাড়িগুলোর কাছে মাটিতে ক্ষেপণাস্ত্রের আঘাতে গর্ত তৈরি হয়েছে।

এক টেলিগ্রাম পোস্টে জাপোরিঝঝিয়ার আঞ্চলিক গভর্নর ওলেকসান্দর স্তারুখ বলেন, ‘এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু এবং ২৮ জন আহত হয়েছেন।’ খবর পেয়ে পুলিশ ও জরুরি কর্মীরা দ্রুত ক্ষেপণাস্ত্র হামলার এলাকায় পৌঁছান।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হামলাস্থলে থাকা গাড়িগুলোর জানালা উড়ে গেছে। একটি হলুদ রঙের গাড়িতে একজনের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। ওই ব্যক্তির বাঁ হাত তখনো স্টিয়ারিংয়ে রাখা। এ গাড়ির সামনে আরেকটি সবুজ রঙের গাড়িতে এক নারী ও এক তরুণের মরদেহ প্লাস্টিকে ঢেকে রাখা হয়েছে। তরুণের পাশেই পড়ে আছে একটি মৃত বিড়াল।
ওই গাড়ির সামনে একটি সাদা গাড়িতে দুটি মৃতদেহ শুইয়ে রাখা হয়েছে। গোলার আঘাতে গাড়িটির জানালা উড়ে গেছে।
হামলায় প্রাণে বেঁচে গেছেন নাতালিয়া নামের এক নারী ও তাঁর পরিবার। তিনি স্বামী-সন্তানদের নিয়ে জাপোরিঝঝিয়ায় বেড়াতে গিয়েছিলেন। নাতালিয়া বলেন, ‘আমরা আমাদের ৯০ বছর বয়সী মায়ের কাছে ফিরছিলাম। আমরা বেঁচে গেছি। এ এক অলৌকিক ঘটনা।’

focus news

Comments