বিমানের ইঞ্জিনে পাখি, যাত্রীদের ভোগান্তির পর ছাড়ল ফ্লাইট

 

বিমানের ইঞ্জিনে পাখি, যাত্রীদের ভোগান্তির পর ছাড়ল ফ্লাইট


focus bangla bdtv

ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদগামী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বেলা পৌনে ১১টার দিকে যাত্রা শুরু করেছে। ক্ষুব্ধ যাত্রীরা বলছেন, গতকাল গভীর রাত থেকে আজ সকাল পর্যন্ত প্রায় নয় ঘণ্টা ধরে তাঁরা ফ্লাইটের জন্য অপেক্ষা করেছেন। বিমান কর্তৃপক্ষ বলছে, ইঞ্জিনে পাখি ঢুকে যাওয়ায় ফ্লাইট ছাড়তে দেরি হচ্ছে। ফ্লাইট ছাড়ার সময় নিয়ে যাত্রী ও বিমান কর্তৃপক্ষ আলাদা তথ্য দিয়েছে।

অপেক্ষারত যাত্রীরা বলছেন, ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময় ছিল গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ১৫ মিনিট। তাঁদের টিকিটেও ফ্লাইট ছাড়ার এই সময় উল্লেখ আছে। তবে বিমান কর্তৃপক্ষ বলছে, ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময় ছিল আজ শুক্রবার সকাল ৭টা ১৫ মিনিট।

আজ সকাল ৮টা পর্যন্ত ফ্লাইট ছাড়েনি। সকালে সৌদিগামী যাত্রী আজিম উদ্দিন প্রথম আলোকে ফোন করে বলেন, তাঁদের বিজি ০৩৩৯ ফ্লাইটটির যাত্রা শুরুর কথা ছিল গতকাল রাত ১টা ১৫ মিনিটে। কিন্তু ওই সময় ফ্লাইট ছাড়েনি। পরে জানানো হয়, ফ্লাইট রাত ২টা ৩০ মিনিটে ছাড়বে। এরপর আবার সকাল ৬টা ১৫ মিনিটে ফ্লাইট ছাড়বে বলে জানানো হয়। সে সময়ও ফ্লাইট ছাড়েনি। তিনি বলেন, বিমানবন্দরের স্ক্রিনে ফ্লাইট ছাড়ার সময় সকাল ৭টা দেখালেও শেষ পর্যন্ত ছাড়েনি।

সর্বশেষ মৌখিকভাবে তাঁদের বলা হয়েছে, ফ্লাইট সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ছাড়তে পারে। তবে যাত্রীরা এ কথায় আশ্বস্ত হতে পারছেন না। বিমান কর্তৃপক্ষ তাঁদের সকালের খাবারের প্রস্তাব দিয়েছে।
বিমানবন্দরে অপেক্ষায় থাকা যাত্রীরা বলছেন, বিমান কর্তৃপক্ষ সঠিকভাবে তাঁদের কিছুই জানাচ্ছে না। দীর্ঘসময় বিমানবন্দরে অপেক্ষায় থেকে শিশুরা কান্না করছে।
এ ব্যাপারে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, বিমানের ইঞ্জিনে পাখি ঢুকে যাওয়ায় ফ্লাইট ছাড়তে দেরি হচ্ছে।

focus bangla bdtv

Comments