অবশেষে ক্যামেরার সামনে শাকিব–বুবলী
অবশেষে প্রকাশ্যে এলেন শাকিব–বুবলী। তাঁদের দেখা গেল রাজধানীর কারওয়ান বাজারে একটি পাঁচ তারকা হোটেলে। দীর্ঘদিন পর আবার ক্যামেরার সামনে এলেন এই জুটি। অংশ নিলেন শুটিংয়ে।
তপু খান পরিচালিত ‘লিডার: আমিই বাংলাদেশ’ শাকিব খান–শবনম বুবলী জুটির ১২তম ছবি। ছবির শুটিং শেষ হলেও বাকি ছিল একটি গানের শুটিং। আজ শনিবার রাজধানীতে সেই গানটির শুটিং চলছে। আর এতে অংশ নিয়েছেন সময়ের আলোচিত এই জুটি। এর মধ্য দিয়ে ১১ মাস পর শুটিংয়ে ফিরলেন শাকিব।
জানা গেছে, আজ সকাল থেকে পাঁচ তারকা হোটেলে কঠোর নিরাপত্তায় চলছে এই গানের দৃশ্য ধারণ। এরই মধ্যে শুটিং সেটে উপস্থিত আছেন শেহজাদ খান বীরের বাবা শাকিব এবং মা বুবলী। হোটেলের প্রবেশপথ বন্ধ করেই চলছে শুটিং।
‘লিডার: আমিই বাংলাদেশ’ অ্যাকশন, রোমান্টিক ও সামাজিক সচেতনতার সিনেমা। সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন এবং যৌথভাবে চিত্রনাট্য করেন দেলোয়ার হোসেন ও পরিচালক তপু খান।
focus bangla news
Comments
Post a Comment