ইন্দোনেশিয়ার সুমাত্রায় ভূমিকম্পে ১ জনের মৃত্যু

 

ইন্দোনেশিয়ার সুমাত্রায় ভূমিকম্পে ১ জনের মৃত্যু


focus bangla bdtv; focus; focus news; focus tv; focus live tv; ফোকাস বাংলা বিডি টিভি; ফোকাস নিউজ; ফোকাস বাংলা; ফোকাস টিভি; ফোকাস; somoy tv; jomuna tv; n tv; r tv; atn bangla; channel i; atn news; bijoy tv; jomuna news; my tv; sa tv; zee bangla; zee news; prothom alo; ekhon tv; banglavishon; live telivishon; live tv; bd live tv; bdtv; focus bangla news;

শনিবার ভোররাত ২টা ২৮ মিনিটে অনুভূত প্রথম ভূমিকম্পটির পর ৫৩টি পরাঘাত রেকর্ড করা হয়েছে।



ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশে ৫ দশমিক ৮ মাত্রার এক ভূমিকম্পে অন্তত ১ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির আবহাওয়া ও জিওফিজিক্স সংস্থা বিএমকেজি জানিয়েছে।

শনিবার বিএমকেজির প্রধান দ্বিকোরিতা কর্নাবতী সাংবাদিকদের জানান, এ ভূমিকম্পে আরও ৯ জন আহত হয়েছে, এটি কয়েকটি শহরে অনুভূত হয় এবং লোকজন ঘরবাড়ি ছেড়ে বাইরে বের হয়ে আসে।

শনিবার ভোররাত ২টা ২৮ মিনিটে অনুভূত প্রথম ভূমিকম্পটির পর ৫৩টি পরাঘাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এ সময় ৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।


ভূমিকম্পের কারণে কোনো সুনামির ঝুঁকি তৈরি না হলেও পাহাড়ি এলাকায় সম্ভাব্য ভূমিধসের বিষয়ে সতর্ক করেছেন কর্নাবতী।

পৃথিবীর ভূত্বকের বেশ কয়েকটি পৃথক প্লেট মিলিত হয়েছে এমন একটি কম্পনপ্রবণ এলাকায় (প্যাসিফিক রিং অব ফায়ার) ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েক হাজার দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হয়।

দেশটির সুমাত্রা দ্বীপের পাশ ঘেষে যাওয়া ভূতাত্ত্বিক চ্যুতি অত্যন্ত সক্রিয় ও বিপজ্জনক। এখানে ২০০৪ সালে ৯ দশমিক ১ মাত্রার প্রলয়ঙ্করী এক ভূমিকম্প ও পরবর্তী সুনামিতে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভারত, থাইল্যান্ড ও আরও ৯টি দেশের ২ লাখ ২৬ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।



#focusbanglabdtv #focusnews #focus #focusbanglalive #focusbanglanews #livetv #bdlivetv #focusbangla

Comments