রাশিয়ার আকাশে এ কোন রহস্যময় সোনালী আলো, স্যাটেলাইট ধ্বংসের অস্ত্র!

রাশিয়ার আকাশে রহস্যময় সোনালী, স্যাটলাইট ধ্বংসের অস্ত্র বলে ধারণা করা হচ্ছে।

রাশিয়ার আকাশে রহস্যময় সোনালী আলো, স্যাটেলাইট বিধ্বংসী অস্ত্র!


রাশিয়া বিদেশী স্যাটেলাইটের বিরুদ্ধে প্রথমবারের মতো নিজেদের সর্বাধুনিক অস্ত্র ‘প্রেসভেত’ প্রয়োগ করেছে বলে গুঞ্জন উঠেছে। রুশ সামাজিক মাধ্যমে এই আলো এখন হট টপিক।

নিউজউইক ম্যাগাজিনের প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার ভোর থেকে বেশ কয়েক ঘণ্টা ধরে রাশিয়ার বেশ কয়েকটি শহরের আকাশে রহস্যময় সোনালী রেখা দেখা যাওয়ার পর বিকেলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির জেরে এ সংক্রান্ত গুঞ্জন মাথাচাড়া দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার স্পেস ফোর্সেস কক্ষপথে অবস্থানরত বিদেশী স্যাটেলাইটগুলো নিয়ে পরীক্ষামূলক কার্যক্রম চালাচ্ছে। রুশ সামরিক বাহিনীর স্পেস ফোর্সেসের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ বিবৃতি প্রকাশের পর অনেকে প্রেসভেত ব্যবহারের কথা বলাবলি করতে থাকেন।

বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার স্পেস ফোর্সেস কক্ষপথে অবস্থানরত বিদেশী স্যাটেলাইটগুলো নিয়ে পরীক্ষামূলক কার্যক্রম চালাচ্ছে। রুশ সামরিক বাহিনীর স্পেস ফোর্সেসের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ বিবৃতি প্রকাশের পর অনেকে প্রেসভেত ব্যবহারের কথা বলাবলি করতে থাকেন।

বিদেশী স্যাটেলাইট নিয়ে পরীক্ষা’ সম্পর্কে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বিস্তারিত কিছু বলা হয়নি। এরপরই রাশিয়ার স্পেস কন্ট্রোল অ্যান্ড মিসাইল ডিফেন্স সিস্টেমসের কার্যক্রমের কথা উল্লেখ করে বলা হয়, বিগত বছরে রাশিয়ার মিসাইল অ্যাটাক ওয়ার্নিং সিস্টেম ও স্পেস কন্ট্রোল অ্যান্ড মিসাইল ডিফেন্স সিস্টেমস দেশী-বিদেশী মিসাইল ও স্পেস মিসাইলের দেড় শতাধিক উৎক্ষেপণ শনাক্ত করেছে।


#focus_bangla_bdtv












Comments